তৃণমূল পিসি-ভাইপোর দল, আক্রমণ নাড্ডার

স্টাফ রিপোর্টার: দেশের আঞ্চলিক দলগুলি এখন পারিবারিক দলে পরিণত হয়েছে।বুধবার কলকাতায় ন্যাশনাল মিউজিয়ামে বিজেপির কার্য নির্বাহী সমিতির বৈঠকে এমনটাই মন্তব্য করলেন বিজেপির সর্বভারতী সভাপতি জেপি নাড্ডা ।জেপি নাড্ডা বলেন, তৃণমূলে নেতা আছে, কিন্তু নীতি নেই।
তৃণমূলকে পিসি-ভাইপোর দল বলেও কটাক্ষ করেন তিনি। কংগ্রেস এখন ভাইবোনের দলে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সঙ্গে বলেন, যাঁরা বিজেপিতে আছেন, তাঁরা ভাগ্যবান। জেপি নাড্ডা বলেন, এখন দেশের রাজনৈতিক সংস্কৃতি বদলে গিয়েছে।
দেশে এখন সবকা সাথ, সবকা বিকাশ হয় বলেও দাবি করেন জেপি নাড্ডা।নাড্ডা বলেন, যেভাবে তাঁকে মঙ্গলবার কলকাতার আসার পরে অর্ভ্যর্থনা জানানো হয়েছে, তাতে বাংলায় নতুন কিছু হওয়ার সংকেত পাওয়া যাচ্ছে।