চা শ্রমিকদের ১৫ শতাংশ বেতন বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্টাফ রিপোর্টার: উত্তরবঙ্গ সফর থেকে চা শ্রমিকদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।ফের তাঁদের বেতন বাড়ানোর কথা জানালেন মুখ্যমন্ত্রী।বুধবার আলিপুরদুয়ারের হাসিমারায় গণবিবাহের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
সেই সভার মঞ্চ থেকেই চা শ্রমিকদের বেতন বৃদ্ধির ঘোষণা করলেন তিনি। জানিয়েছেন, একধাক্কায় তাঁদের বেতন বাড়ানো হচ্ছে ১৫ শতাংশ। এই বেতন বৃদ্ধি অন্তর্বর্তীকালীন।
কবে থেকে বেতন বৃদ্ধির নির্দেশ কার্যকর হবে, তা এখনও জানা যায়নি। এ বিষয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পরে শ্রমদপ্তর বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।