মহুয়াকে কোর্টে হাজিরার নির্দেশ

স্টাফ রিপোর্টার: নদিয়ার গয়েশপুরের কর্মীসভার সভায় দাঁড়িয়ে সাংবাদিকদের ‘দু’পয়সার সাংবাদিক’ বলে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র।
আর তার জেরে তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে সমন জারি করল ব্যাঙ্কশাল আদালত। এমনকী আগামী ১৪ জুলাই আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে সাংসদকে।