প্রথম টি-২০ ম্যাচের টিকিট প্রায় শেষ, দর্শকদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা

সংবাদ সংস্থা : বৃহস্পতিবার শুরু হচ্ছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজ। দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল। ইতিমধ্যেই ৯৪ শতাংশ টিকিট শেষ এবং আয়োজকদের আশা ম্যাচের ১০০ শতাংশই ভর্তি থাকবে স্টেডিয়াম।৩৫০০০ লোক একসঙ্গে বসে খেলা দেখতে পারে এই স্টেডিয়ামে।
২৭০০০ টিকিট ছাড়া হয়েছিল সাধারণ দর্শকদের জন্য। ডিডিসিএ যুগ্মসচিব রাজন মানচান্দা জানিয়েছেন, ৯৪ শতাংশ টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে, ৪০০-৫০০ টিকিট পড়ে রয়েছে।এখন কোভিড পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে থাকলেও কোনো ঝুঁকি নিয়ে রাজি নয় ডিডিসিএ।
দর্শকদের জন্য থাকছে বিশেষ নির্দেশ। মাঠে ঢুকতে হলে পরতেই হবে মাস্ক। এছাড়া বয়স্কদের জন্য বিশেষ উদ্যোগও নেওয়া হয়েছে। গল্ফ কার্ট করে বয়স্কদের মাঠে ঢোকানোর ব্যবস্থা করা হচ্ছে। আইপিএলে কোনো ম্যাচ পায়নি দিল্লী।
প্রায় তিন বছর পর বসতে চলেছে আন্তর্জাতিক ম্যাচের আসর। প্রস্তুতিতে কোনো ত্রুটি রাখতে চাননি ডিডিসিএ কর্তারা। নিরাপত্তার দিকেও রাখা হয়েছে বিশেষ নজর।