উত্তরবঙ্গের জন্য কাজ করুন, তাহলে রক্ত দিতে হবে না, মমতাকে কটাক্ষ বিজেপি বিধায়কের

স্টাফ রিপোর্টার: তেমন হলে রাজ্যভাগ রুখতে রক্ত দিতে তৈরি তিনি। মঙ্গলবার আলিপুরদুয়ারের জনসভায় এমনই মন্তব্য করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে কটাক্ষ করলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ।
শংকরবাবু বলেন, ‘আমি যা বলেছি সেটা শুধু আমার কথা নয়। গোটা উত্তরবঙ্গের মানুষের কথা। রোজ উত্তরবঙ্গ পিছিয়ে পড়ছে। ক্ষমতায় আসার পর এই সরকার উত্তরবঙ্গ উন্নয়ন দফতর বানিয়েই দায়িত্ব সেরেছে।
ওনার রাজত্বে বাংলা তার স্পন্দন হারিয়ে ফেলেছে। মুখ্যমন্ত্রীকে বলব, উত্তরবঙ্গের জন্য কাজ করুন। তাহলে রাজ্যভাগ রুখতে আর ওনাকে রক্ত দিতে হবে না’।