
সংবাদ সংস্থা : সলমন খান এবং তাঁর বাবা সেলিম খানকে খুনের হুমকি চিঠি।মুম্বইয়ে প্রাতঃভ্রমণে বেরিয়ে এক জায়গায় বিশ্রাম নেওয়ার সময় হুমকি চিঠি হাতে পান সলমনের বাবা সেলিম খান।
চিঠিতে কারও নামোল্লেখ না করেও সলমন খান এবং তাঁর বাবাকে খুনের হুমকি দেওয়া হয়। চিঠিতে লেখা ছিল, “সিধু মুসেওয়ালার মতো পরিণতি হবে।” এহেন বয়ান দেখে সঙ্গে সঙ্গে মুম্বইয়ের বান্দ্রা থানায় এফআইআর দায়ের করা হয়েছে।
এদিকে এই চিঠি পাওয়ার পর নিরাপত্তা অনেকখানি বাড়ানো হল বলিউড তারকা সলমন খানের।মহারাষ্ট্রের স্বরাষ্ট্র দপ্তরের তরফে তাঁর এবং পরিবারের নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে।