শিক্ষা কমিশন গঠনের ভাবনা রাজ্যের

স্টাফ রিপোর্টার: বেসরকারি স্কুলগুলিকে নিয়ন্ত্রণের জন্য স্বাস্থ্য কমিশনের আদলে এবার শিক্ষা কমিশন গঠন করার ব্যাপারে চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার। বেসরকারি স্কুলের কর্তৃপক্ষ ও অভিভাবকদের মধ্যে কোনও বিবাদ দেখা দিলে তার বিহিত করবে এই কমিশন।
কমিশনে শীর্ষে থাকবেন একজন অবসরপ্রাপ্ত বিচারপতি।এমনই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সোমবার শিক্ষামন্ত্রী জানিয়েছেন, শিক্ষা কমিশন গঠনের বিষয়টি একেবারেই ভাবনাচিন্তার স্তরে রয়েছে। এর থেকে বেশি কিছু বলার অবস্থায় আমি নেই।