বাড়ছে করোনা, রাজ্যে পর্যাপ্ত প্রকশনারি ডোজ মজুতের নির্দেশ

স্টাফ রিপোর্টার : দেশে ফের ঊর্ধ্বমুখী করোনার সংক্রমণ।সোমবার রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যভবনে একটি বৈঠকে বসেন স্বাস্থ্যসচিব। রাজ্যে চিকিৎসাধীন কোভিড রোগীদের তথ্য না আসা, করোনা বুস্টার ডোস সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়।
স্বাস্থ্যসচিবের তরফে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও নির্দেশ দেওয়া হয়েছে। অন্যান্য রাজ্যে যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে এ রাজ্যেও প্রিকশনারি ডোজের প্রয়োজন। তাই বেসরকারি হাসপাতালগুলিতে যথেষ্ট পরিমাণে প্রিকশনারি ডোজ মজুত রাখতে বলা হয়েছে।
পাশাপাশি রাজ্যের সরকারি-বেসরকারি হাসপাতালগুলিতে যেসব করোনা রোগী ভর্তি রয়েছেন তারা কেমন অবস্থায় রয়েছেন তার বিস্তারিত তথ্য দিতে বলেছেন স্বাস্থ্য সচিব।