তপন কান্দু হত্যার তদন্তে বহাল সিবিআই তদন্ত

স্টাফ রিপোর্টার: ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু হত্যা মামলায় সিবিআই তদন্তের বিরোধিতা করে রাজ্যের আবেদন খারিজ করল হাইকোর্ট। বহাল রইল সিবিআই তদন্তের নির্দেশ।তপন কান্দু ও নিরঞ্জন বৈষ্ণবের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল বিচারপতি রাজশেখর মান্থার সিঙ্গল বেঞ্চ।
সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল রাজ্য। সেই মামলাতেই সোমবার সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখল হাইকোর্টের প্রধান বিচারপতি।