এবার দুয়ারে কর আদায় করবে কলকাতা পুরসভা

স্টাফ রিপোর্টার : করোনা ভাইরাসের জেরে দু’বছর কলকাতা পুরসভা কর আদায়ে জোর দেয়নি। মানুষের উপর যাতে চাপ না পড়ে তাই ধীরে চলো নীতি নিয়েছিল কলকাতা পুরসভা। এখন পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে। তাই কর আদায়ে জোর দিতে উদ্যোগী হচ্ছে পুরসভা।
দু’বছর কর আদায় না হওয়ায় কলকাতা পুরসভার কোষাগারে টান পড়েছিল। সে কথা শোনা গিয়েছিল স্বয়ং মেয়র ফিরহাদ হাকিমের গলায়। এবার হাল ফেরাতে এক নয়া উদ্যোগ গ্রহণ করল কলকাতা পুরসভা। আর বিজ্ঞপ্তি দিয়ে সেই বিষয়টি জানালেন পুরসভার কমিশনার বিনোদ কুমার।
জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, কর্পোরেটর ধাঁচে এবার কলকাতা পুরসভা আদায় করবে কর। এখন সম্পত্তি কর বকেয়া প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা। এবার সেই বকেয়া সম্পত্তি কর আদায়ে তৎপর হয়েছে কলকাতা পুরসভা।
যে সমস্ত জায়গায় সম্পত্তির পরিমাণ অনেক বেশি এবং তা বাকি রাখা হয়েছে, সেখানে এবার পৌঁছে যাবেন পুরসভার কোনও পদস্থ আধিকারিক। অর্থাৎ দুয়ারে কর আদায় নামছে কলকাতা পুরসভা।