শিলন্যাস হওয়া প্রকল্পগুলির অবস্থা জানতে বৈঠকে মুখ্যসচিব

স্টাফ রিপোর্টার: শিলান্যাস হওয়া প্রকল্পগুলির অবস্থা জানতে রাজ্য ও জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের নিয়ে বৈঠকে বসছেন মুখ্যসচিব। মঙ্গলবার সচিব ও জেলাশাসকের সঙ্গে বৈঠক করবেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।
নবান্ন সূত্রে খবর, যেসব প্রকল্পের কাজ শুরু হয়েও এখনও শেষ করা যায়নি, এমনই সব প্রকল্পের তালিকা তৈরি করেছে নবান্ন। সঙ্গে প্রতিটি জেলায় এই ধরনের প্রকল্পের বাস্তব অবস্থা কী, তার পূর্ণাঙ্গ তথ্য চেয়ে পাঠানো হয়েছে। সূত্রের খবর জেলাভিত্তিক সেই তালিকা ধরে বৈঠকে আলোচনা হতে পারে।
কোনও প্রকল্প কী কারণে শেষ করা যায়নি, তাও জানতে চাওয়া হবে।কোনও প্রকল্পে সমস্যা দেখা দিলে বৈঠকেই তার সমাধানসূত্র বার করার চেষ্টা হবে বলে জানানো হয়েছে।