রুটের শতরানে নিউজিল্যান্ডকে হারাল স্টোকসরা

সংবাদ সংস্থা : জো রুটের শতরানে লর্ডসে কেন উইলিয়ামসনদের পাঁচ উইকেটে হারাল ইংল্যান্ড। অধিনায়ক হিসাবে প্রথম টেস্টে জয় পেল বেন স্টোকস।তৃতীয় দিন ইংল্যান্ডের সামনে জয়ের জন্য ২৭৭ রানের লক্ষ্য দিয়েছিল নিউজিল্যান্ড। রান তাড়া করতে নেমে ৬৯ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ইংল্যান্ড।
তখনই দলের সব থেকে অভিজ্ঞ দুই ক্রিকেটার জুটি বাঁধলেন। প্রাক্তন অধিনায়ক রুটের সঙ্গে মিলে দলকে এগিয়ে নিয়ে গেলেন স্টোকস। দু’জনের মধ্যে ৯০ রানের জুটি হয়। ৫৪ রানের মাথায় স্টোকসকে ফিরিয়ে নিউজিল্যান্ডকে আশার আলো দেখান কাইল জেমিসন।স্টোকস ফিরলেও ক্রিজে ছিলেন রুট।
রুটকে সঙ্গ দিলেন বেন ফোকস।। চতুর্থ দিন টেস্ট জিততে ৬৫ রান দরকার ছিল ইংল্যান্ডের। শুরুতে উইকেট পড়লে খেলার ছবি বদলে যেতে পারত। সেটা হতে দিলেন না রুট। সাবলীল ব্যাটিং করলেন। শতরান করলেন।অনেক চেষ্টা করেও উইকেট নিতে পারেননি টিম সাউদিরা।
শেষ পর্যন্ত পাঁচ উইকেটে ম্যাচ জিতল ইংল্যান্ড। রুট ১১৫ ও ফোকস ৩২ রান করে অপরাজিত থাকলেন।এই জয়ের ফলে তিন টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড।