ফের লাফিয়ে বাড়ছে করোনা, সতর্ক ৫ রাজ্যকে

সংবাদ সংস্থা : দেশে ফের চোখ রাঙাচ্ছে করোনা সংক্রমণ। রবিবার স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম বুলেটিন অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪২৭০ জন। শনিবার এই সংখ্যা ছিল ৩৯৬২। একদিনে কোভিডের বলি দেশের ১৫ জন, যা শনিবারের তুলনায় সামান্য কম।
স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে, শনিবারের তুলনায় দৈনিক করোনা সংক্রমণ বেড়েছে ৭ শতাংশ।সুস্থতার হার নিম্নমুখী, বাড়ছে অ্যাকটিভ কেস, পজিটিভিটি রেট। একমাস পর পজিটিভিটি রেট দাঁড়াল ১.০৩ শতাংশ।
এই মুহূর্তে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ৫২।গত ২৪ ঘণ্টায় মহামারীর কামড় থেকে সুস্থ হয়েছেন ২৬১৯ জন। সুস্থতার হার এ নিয়ে ৯৮.৭৩ শতাংশ।
এদিকে, সংক্রমণ লাগামহীনভাবে বৃদ্ধি পাওয়ায় করোনা পরিস্থিতি নিয়ে পাঁচ রাজ্যকে সতর্ক করেছে কেন্দ্র। তামিলনাড়ু, কেরল, তেলেঙ্গানা, কর্ণাটক এবং মহারাষ্ট্রের সরকারকে চিঠি লেখা হয়েছে কেন্দ্রের তরফে।