ফের বোমা উদ্ধার

স্টাফ রিপোর্টার: ফের বোমা উদ্ধার বীরভূমে। বগটুইয়ের পাশের গ্রামে এবার প্লাস্টিকের ব্যাগে পাওয়া গেল ১৫ তাজা বোমা! সঙ্গে বোমা তৈরির মশলাও। জানা গিয়েছে, বগটুইয়ের পাশের গ্রাম পাবরোখিয়া। স্থানীয় বাসিন্দা সাবের সেখের বাড়ির বারান্দার নিচে প্লাস্টিকের ব্য়াগে রাখা ছিল বোমাগুলি।
এলাকার লোকই প্রথমে বোমাগুলি দেখতে পান। খবর দেওয়া হয় থানায়। ঘটনাস্থলে গিয়ে বোমাগুলি উদ্ধার করে পুলিস। পাওয়া যায় বোমা তৈরির মশলাও। কারা বোমা ও বোমা তৈরির মশলা মজুত করে রেখেছিল তার তদন্ত শুরু করেছে পুলিস।