জামাইষষ্ঠীতে থানাতেই জামাই আদর পুলিসকর্মীদের

স্টাফ রিপোর্টার: কাজের চাপে, উৎসব অনুষ্ঠানে বাড়ি যাওয়াই হয় না পুলিসকর্মীদের। জন সাধারণকে পরিষেবা দিতে গিয়ে নিজেরাই বছরের পর বছর বঞ্চিত থেকেছেন ঘরোয়া অনুষ্ঠান থেকে। সেই খামতি কিছুটা হলেও পূরণ করলেন সিউড়ি থানার আইসি মহম্মদ আলি।
রবিবার জামাইষষ্ঠীর দিন বহু পুলিসকর্মীই এদিন এর অভাব বোধ করছিলেন। তাদের সেই অভাব বোধ পূরণ করতে সিউড়ি থানাতেই আয়োজন করা হল জামাইষষ্ঠীর। এদিন প্রথা মেনে বিবাহিত পুলিস কর্মী, আধিকারিক, সিভিক ভ্যালান্টিয়াররা থানাতেই পেলেন জামাইষষ্ঠীর আদর।
তাদের জন্য আয়োজন করা হয় এলাহি খাওয়ার আয়োজন। সবাই এসেছিলেন একেবারে জামাই সেজে।রীতিমতো ডেকরেটার্রস ডেকে খাওয়ার আয়োজন করা হয়। টেবিল চেয়ার পেতে তাদের আপ্যায়ণ করা হয় তাঁদের।
এ বিষয়ে এক পুলিস কর্মী বলেন, এই থানায় এক বিরল নজির সৃষ্টি হল। আমার চাকরি জীবনে এমন অনুষ্টান দেখিনি। খুব ভালে লাগছে। এর জন্য স্যারকে আমাদের ধন্যবাদ।