কোভিড আক্রান্ত শাহরুখ, ফিল্ম স্টুিডও-র পার্টি নিয়ে কড়া নির্দেশ

সংবাদ সংস্থা : করোনায় আক্রান্ত শাহরুখ খান।জওয়ান ছবির ঘোষণার পরেই করোনা সংক্রমিত হয়েছেন তিনি। সম্প্রতি বলিউডে এক ঝাঁক তারকা কোভিড সংক্রমিত হয়েছেন। এঁদের মধ্যে রয়েছেন কার্তিক আরিয়ান, ক্যাটরিনা কাইফ, আদিত্য রায় কপূর।
এই তালিকায় নবতম সংযোজন ‘বাদশা’। সূত্রের খবর, আপাতত বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন তিনি।তবে এখনও শাহরুখ খানের টিমের তরফ থেকে অফিসিয়ালি এই খবর জানানো হয়নি।
এদিকে বলিউডের একাধিক তারকা করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পরেই তৎপর হয়ে উঠেছে বিএমসি। ফিল্ম স্টুডিওর পার্টি নিয়ে কড়া নির্দেশিকা জারি করেছে মুম্বই পুরসভা।
পশ্চিম মুম্বইয়ের স্টুডিও গুলিতে করোনা সংক্রমণের কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে।ফিল্ম স্টুডিও-র পার্টিতে যে কতজন ছিলেন তা জানাতে বলা হয়েছে।