একই পরিবারের ৫ সদস্যের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

সংবাদ সংস্থা : একই পরিবারের পাঁচ সদস্যের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়।ঘটনাটি ঘটেছে, বিহারের সমস্তিপুরে মউ গ্রামে।জানা গিয়েছে, রবিবার সকালে মউ গ্রামে একটি বাড়ি থেকে একই পরিবারের পাঁচ সদস্যের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই ৫ জন আত্মঘাতী হয়েছেন। তবে আত্মহত্যার পেছনের কারণ এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে মৃতদেহগুলি পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে। জানা গিয়েছে, মৌ গ্রামের ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মনোজ ঝা অটো চালিয়ে সংসার চালাতেন।
বাড়িতে মা, স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে থাকতেন মনোজ ঝা। গ্রামবাসীরা জানিয়েছেন, মনোজ ঝা-এর উপর ঋণের বোঝা বাড়ছিল। প্রতিনিয়ত টাকার জন্য তার বাড়িতে অনেকেই আসতেন।
প্রাথমিক অনুমান, আর্থিক অনটনের কারণে পুরো পরিবারই আত্মঘাতী হয়েছে।তবে ময়নাতদন্ত রিপোর্ট হাতে না আসা পর্যন্ত ওই পরিবারের সদস্যদের কীভাবে মৃত্যু হয়েছে, তা নিয়ে কিছুই বলতে নারাজ পুলিশ।