কমল পিএফের সুদের হার

সংবাদ সংস্থা : গত চার দশকে সর্বনিম্ন সুদের হার দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজের প্রস্তাব মেনে নিয়ে রেকর্ড হারে কমাল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের সুদের হার। এতদিন গচ্ছিত টাকায় সুদ মিলত 8.5 শতাংশ।
এবার সেই সুদের হার কমে দাঁড়াল মাত্র 8.1 শতাংশ।2021-22 অর্থবর্ষের জন্য পিএফের জমা টাকার ওপর কার্যকর হবে এই নতুন সুদের হার বলে জানিয়েছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন।