অভিষেকের ওপর নজরদারি চালাতে আমিরশাহি সরকারকে চিঠি ইডির

স্টাফ রিপোর্টার: ‘চোখের চিকিৎসা করাতে’ শুক্রবারই সস্ত্রীক দুবাই গিয়েছেন অভিষেক। ইডির আপত্তি অগ্রাহ্য করে তাঁকে দুবাই যাত্রার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। যদিও ইডির দাবি, গরুপাচারকাণ্ডে ফেরার অভিযুক্ত বিনয় মিশ্রের সঙ্গে বৈঠক করতে আমিরশাহি যাচ্ছেন অভিষেক।
এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গতিবিধির ওপর নজরদারি চালাতে সংযুক্ত আরব আমিরশাহি সরকারের কাছে আবেদন জানাল ইডি। ইডি সূত্রের খবর, বিদেশ মন্ত্রকের মাধ্যমে আমিরশাহি সরকারকে একটি চিঠি পাঠিয়েছে তারা। সেখানে জানানো হয়েছে, দুবাইয়ে অবস্থানরত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভারতে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে।
তাঁকে ও তাঁর স্ত্রীকে জেরা করেছেন তদন্তকারীরা। তিনি চোখের ডাক্তার দেখানোর নাম করে দুবাইয়ে গিয়েছেন। দুবাইয়ে তাঁর গতিবিধির ওপর নজরদারি চালাক আমিরশাহি সরকার।