৮ জেলার জেলাশাসক বদল

স্টাফ রিপোর্টার: সম্প্রতি জেলার নাগরিক পরিষেবায় অনিয়মের অভিযোগের আঙুল ওঠে সরকারি কর্মী, আধিকারিকদের দিকে। এমনকী চলতি সপ্তাহে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর প্রশ্নের মুখে পড়তে হয়েছিল জেলাশাসকদের।
মুখ্যমন্ত্রীর এই ভর্ৎসনার ঠিক ২ দিন পরই বদলি করা হল পুরুলিয়ার জেলাশাসক রাহুল মজুমদারকে। তাঁকে আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ এবং আসানসোল পুরনিগমের সিইও পদে বদলি করা হয়েছে। বৃহস্পতিবারই নবান্নের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে তাঁর নতুন দায়িত্বের কথা।
দ্রুত তাঁকে নতুন দায়িত্ব নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নবান্নের নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, পুরুলিয়ার নতুন জেলাশাসক রজত নন্দা। তিনি হাওড়ার অতিরিক্ত জেলাশাসক ছিলেন।
পাশাপাশি ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা-সহ মোট ৮ জেলার জেলাশাসককে বদলির বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।মোট ২৪ জন অফিসারকে বদলি করা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।