সিবিআই-এর হাতে নথি তুলে দিলেন ববিতা

স্টাফ রিপোর্টার: কী করে সবাইকে টপকে তালিকায় নাম এল অঙ্কিতা অধিকারির সেই বিষয় বৃহস্পতিবার সিবিআই দফতরে নথি জমা দিলেন মামলাকারী ববিতা সরকার।সিবিআই সূত্রের খবর, ববিতা সরকারের নামের জায়গায় রহস্যজনকভাবে নাম উঠে এসেছিল শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর নাম ।
এদিন ববিতা সরকারের সঙ্গে কথা বলার পাশাপাশি তাঁর বয়ান রেকর্ড করেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা । সূত্রের খবর, ববিতার কাছে মূলত জানতে চাওয়া হয়েছে, তিনি এসএসসির দুর্নীতির কথা কোথা থেকে জানতে পারলেন ?
একই সঙ্গে নিজের সব তথ্যও সিবিআই-এর কাছে জমা দিয়েছেন ববিতা সরকার।