মন্দিরের দশ কিলোমিটারের মধ্যে থাকবে না মদের দোকান, নির্দেশ যোগী সরকারের

সংবাদ সংস্থা: অযোধ্যা এবং মথুরার মন্দিরের কাছাকাছি রাখা যাবে না মদের দোকান, এমনই নির্দেশ দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অযোধ্যা এবং মথুরার মন্দির সংলগ্ন এলাকায় এই নির্দেশ জারি করা হয়েছে।
বেশ কিছুদিন ধরেই মন্দির এলাকায় মাংস বিক্রি করতে অনুরোধ জানিয়েছিলেন সাধুদের একাংশ। সেই সঙ্গে মদের দোকানগুলিও বন্ধ হোক, সেই দাবি করা হয়েছিল।
সেই দাবি মেনেই সরকারের তরফে নির্দেশ দেওয়া হয়, মন্দির থেকে ১০ কিলোমিটার দূরত্বে কোনও নেশার দ্রব্য বিক্রি করা যাবে না।