ফের করোনা আক্রান্ত সোনিয়া গান্ধী

সংবাদ সংস্থা: করোনা আক্রান্ত কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা বলেন, “নেত্রীর মধ্যে করোনায় বেশ কিছু উপসর্গ দেখা গিয়েছে। তাঁকে আইসোলেশনে রাখা হয়েছে। চিকিৎসকদের পরামর্শ নেওয়া হচ্ছে।”
তিনি আরও বলেন, “সোনিয়া গান্ধীর সামান্য জ্বর রয়েছে, এছাড়াও বেশ কিছু উপসর্গ রয়েছে তাঁর।” শুধু সোনিয়া গান্ধী নয়, কংগ্রেস জেনারেল সেক্রিটারি কেসি বেণুগোপালও করোনায় আক্রান্ত হয়েছেন।