নতুন অধ্যায়ের সূচনা করলেন ‘মহারাজ’

স্টাফ রিপোর্টার: সৌরভ গঙ্গোপাধ্যায়ের টুইট ঘিরে তোলপাড় হয়ে গিয়েছিল গোটা দেশ। গত বুধবার সন্ধ্যায় সৌরভ টুইট করে জানান যে তিনি “নতুন কিছু শুরু করতে চলেছেন”। এরপরেই শুধু নেটদুনিয়া নয়, গোটা দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন সৌরভ।
কেউ বলতে শুরু করে দেন যে, সৌরভ বিসিসিআই-এর সভাপতি পদ ছাড়তে চলেছেন, কেউ বা এও বলেন যে, এবার ‘মহারাজ’ রাজনীতির আঙিনায় পা রাখতে চলেছেন।
সব জল্পনার অবসান ঘটিয়ে সৌরভ বৃহস্পতিবার দুপুরে জানিয়ে দিলেন যে, তিনি নতুন কোচিং অ্যাপ ‘ক্লাসপ্লাস’ নিয়ে আসলেন। সৌরভ এদিন একাধিক টুইট করে নয়া অ্যাপের ব্যাপারে সকলকে জানালেন।
তিনি লেখেন, “আমার নতুন উদ্যোগের কথা সকল শিক্ষাবিদ, শিক্ষক ও কোচদের সঙ্গে ভাগ করে নিতে চাই। ক্লাসপ্লাস অ্যাপের মাধ্যমে। তারা আরও উন্নতি করতে পারবেন।”