নকল ভোজ্য তেল উদ্ধার বিষ্ণুপুরে, আটক ব্যবসায়ী

বিশ্ব সমাচার, বিষ্ণুপুর: নকল ভোজ্য তেল বাজেয়াপ্ত করল বিষ্ণুপুর থানার পুলিশ। শতাধিক লিটার ভোজ্য তেল রিফাইন ও সরষের তেল বাজেয়াপ্ত হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার বাখরাহাট পঞ্চায়েতের চকসুখদেব কাচবাগান এলাকার ঘটনা। আটক তেল ব্যবসায়ী অনন্ত সাধুখাঁ।
তাঁর বিরুদ্ধে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সঙ্গে আর্থিক লেনদেনের প্রতারণার অভিযোগও রয়েছে। অভিযোগ, দু’বছর ধরে অনন্ত সাধুখাঁর ব্যবসা চলছিল। এসকেডি অর্থাৎ শ্রীকৃষ্ণ ট্রেডিং ব্র্যান্ড নামে চলত ব্যবসা। অনেকের দাবি, নকল ভেজাল ভোজ্য তেল বিক্রি করা হত।
নোদাখালি, বজবজ ও বিষ্ণুপুর তিনটি থানা এলাকায় চলত এই ব্যবসা। এদিন শতাধিক লিটার তেল উদ্ধার হয়েছে। রং ও গন্ধ মিশিয়ে কাচ্চি ঘানির সরষের তেল বলে বিক্রি করা হত বলে অভিযোগ। দোকান, গোডাউন পুলিশ সিল করে দিয়েছে।