টানা সাড়ে ৫ ঘণ্টা সিবিআই জেরায় অনুব্রত

স্টাফ রিপোর্টার: ভোট পরবর্তী হিংসা মামলায় প্রায় পাঁচ ঘন্টারও বেশি সময় ধরে অনুব্রত মন্ডলকে জেরা করল সিবিআই।বুধবার সিবিআই নোটিশে স্পষ্ট জানানো হয়েছিল বৃহস্পতিবার দুপুরেই হাজিরা দিতে হবে। সেই মতো বুধবার বিকেলেই বীরভূমের বাড়ি থেকে রওনা হন অনুব্রত।
রাতে কলকাতায় এসেই বৃহস্পতিবার সিবিআই দফতরে হাজিরা দেন তিনি। এদিন একেবারে নির্ধারিত সময়ে’র আগেই সিবিআই দফতরে পৌঁছে যান অনুব্রত।টানা সাড়ে পাঁচ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর এদিন বিকাল সাড়ে পাঁচটা নাগাদ সিজিও কমপ্লেক্স বেরোন অনুব্রত।
সূত্রে জানা গিয়েছে, জেরার সময় ইলামবাজারে বিজেপি কর্মী খুনের ঘটনা নিয়ে বিভিন্ন বিষয় তাঁর কাছে জানতে চাওয়া হয়। তৃণমূল নেতার কাছে তাঁর কন্যার মোবাইল নম্বরও জানতে চাওয়া হয়। কারণ, ঘটনার সময় তিনি নিজের মোবাইল ব্যবহার না করে কন্যার মোবাইল ব্যবহার করে থাকতে পারেন।
তা তদন্ত করে দেখার জন্য গোয়েন্দারা তাঁর কন্যারমোবাইল নম্বর নেন। তৃণমূল নেতার দেহরক্ষীদেরও ফোন নম্বর নেন সিবিআই গোয়েন্দারা।