কেকে’র মৃত্যুর জেরে বাতিল সুরেন্দ্রনাথ কলেজের ফেস্ট

স্টাফ রিপোর্টার: কেকের মৃত্যুতে তোলপাড় গোটা দেশ।মৃত্যুর কারণ নিয়ে কাটাছেঁড়া চলছেই। নজরুল মঞ্চে ক্যাপাসিটির তুলনায় অনেক বেশি দর্শক ঢোকানোর তথ্য সামনে এসেছে। এই পরিস্থিতিতে সাবধানী পদক্ষেপ নিল সুরেন্দ্রনাথ কলেজ।আগামী ৮ জুন সুরেন্দ্রনাথ কলেজের ফেস্ট ছিল।
নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ভাড়া নেওয়ার কথা হয়েছিল ওই অনুষ্ঠানের জন্য। অনুষ্ঠান করতে আসার কথা ছিল বিখ্যাত সংগীত শিল্পী সুনিধি চৌহান ও জুবিন গর্গের। এ বিষয়ে যুব ক্রীড়া দপ্তরে চিঠিও পাঠানো হয়েছিল। তার মধ্যেই ঘটে গিয়েছে মর্মান্তিক ঘটনা।
নজরুল মঞ্চে গুরুদাস কলেজের অনুষ্ঠান করার সময় মৃত্যু হয়েছে বিখ্যাত সংগীত শিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে। এরপরই সুরেন্দ্রনাথ কলেজের তরফে জানানো হয়েছে, আপাতত বাতিল করা হচ্ছে ফেস্ট।
এদিকে পরবর্তীতে অনুষ্ঠানের আয়োজনের ক্ষেত্রে শিক্ষাদপ্তরকেও জানাতে হবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে, এমনটাই নির্দেশ ব্রাত্য বসুর।