কলেজ ফেস্ট নিয়ে টিএমসিপিকে কড়া বার্তা নেতৃত্বের

স্টাফ রিপোর্টার : কলেজ ফেস্ট ঘিরে বিলাসিতা নয়। টিএমসিপি নেতৃত্বকে কড়া বার্তা তৃণমূল নেতৃত্বের। তৃণমূল সূত্রে খবর, আগামী দিনে কলেজ ফেস্ট ঘিরে উচ্ছ্বাস, খরচে লাগাম টানার নির্দেশ দিয়েছে তৃণমূল নেতৃত্ব।
প্রসঙ্গত, কেকে’র মৃত্যুতে বিরোধী রাজনৈতিক দলগুলি যেমন বলিউডের শিল্পীকে কলকাতায় ডেকে ‘খুন’ করা হয়েছে বলেও কটাক্ষ করেছে। প্রশ্ন উঠেছে, এত খরচ করে বলিউডের শিল্পীকে নিয়ে আসা! এট টাকা আসছে কোথা থেকে?
সূত্রের খবর, পুরো বিষয়টিকে মোটেই ভালোভাবে নেয়নি তৃণমূল শীর্ষ নেতৃত্ব। আর তাই তৃণমূল ছাত্র পরিষদের প্রতি কড়া বার্তা তৃণমূল নেতৃত্বের।