প্রতিটি সরকারি বিশ্ববিদ্যালয়ে স্পোকেন ইংলিশ চালুর নির্দেশ মুখ্যমন্ত্রীর

স্টাফ রিপোর্টার : প্রতিটি সরকারি বিশ্ববিদ্যালয়ে চালু করতে হবে ‘স্পোকেন ইংলিশ’ প্রশিক্ষণ। সম্প্রতি বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক থেকে রাজ্যের শিক্ষা সচিবকে এই ব্যবস্থা চালু করতে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শিক্ষাসচিবকে জানান, ‘যারা ইংরাজি মাধ্যম থেকে এসেছেন, তাঁদের অসুবিধা নেই।
কিন্তু যারা অন্য মাধ্যম থেকে আসছেন, তাঁদের ইংরাজিতে কথা বলতে অসুবিধা হয়। ইংরাজিতে কথা বলতে পারলে আরও ভালো চাকরির সুযোগ পাওয়া যাবে। বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা যদি ইংরাজিতে কথা বলতে শিখতে চায়, তাঁদের জন্য স্পোকেন ইংলিশ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
যদি অনেক ছাত্রছাত্রীরা আগ্রহ দেখায়, তাঁদের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাগৃহের ব্যবস্থা করা যেতে পারে।’ বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবনারায়ণ বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে মুখ্যমন্ত্রী জানতে পারেন, অনেক মেধাবী ছাত্রছাত্রীই আছেন যারা ইংরাজিতে ঠিকমতো কথা বলতে না পারার জন্য অসুবিধায় পড়ছেন।
এই কথা জানতে পারার পরই মুখ্যমন্ত্রী শিক্ষাসচিবকে এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।