কেকে-র মৃত্যুতে তদন্তের দাবি অধীরের

স্টাফ রিপোর্টার : সঙ্গীতশিল্পী কেকে-র অকাল মৃত্যুতে অভিযোগ দায়ের হয়েছে থানায়। অভিযোগকারীর দাবি, কেকে-র মাথায় চোট ছিল।এই প্রেক্ষিতে উদ্যোক্তাদের বিরুদ্ধে অব্যবস্থার অভিযোগ করে তদন্তের দাবি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।
বুধবার টুইটারে লোকসভার বিরোধী নেতা লেখেন, ‘গায়ক কেকে-র দুঃখজনক মৃত্যুর পিছনে পুঙ্খানুপুঙ্খ তদন্ত দাবি করছি।’ তিনি এও জানান, মঙ্গলবার নজরুল মঞ্চে যে পরিবেশ ছিল তা নিয়ে বিভিন্ন অস্বস্তিকর প্রশ্ন উঠতে পারে। যার মধ্যে উদ্যোক্তাদের সমালোচনামূলক অব্যবস্থা শিল্পীর মৃত্যুর কারণ হতে পারে।