নিয়োগ দুর্নীতিতে মামলাকারী ববিতাকে তলব

স্টাফ রিপোর্টার: এসএসসি নিয়োগ দুর্নীতির অন্যতম মামলাকারী ববিতা সরকারকে ডেকে পাঠাল সিবিআই। সোমবার নিজাম প্যালেসে হাজির হয়ে তাঁর কাছে থাকা সমস্ত নথিপত্র জমা দিতে বলেছেন গোয়েন্দারা।এর আগে মামলার আবেদনকারী অনিন্দিতা বেরাকে তলব করেছিল সিবিআই।
এবার ববিতাকে তলব করলেন তাঁরা। তাঁকে এই মামলা সংক্রান্ত নথিপত্র জমা দিতে অনুরোধ করা হয়েছে। সঙ্গে এই তথ্য তিনি কোথা থেকে পেলেন তাও ববিতার কাছে জানতে চাইতে পারেন গোয়েন্দারা।