৮ ঘণ্টা সিবিআই জেরায় পার্থ

স্টাফ রিপোর্টার: এসএসসি নিয়োগ দুর্নীতিতে সিবিআই-এর দফতরে ফের হাজিরা দিলেন পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে ফের তলব করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সেই তলবেই বুধবার সকালে নিজাম প্যালেসে যান প্রাক্তন শিক্ষামন্ত্রী।
এদিন ৮ ঘণ্টা ম্যারাথন জেরার পর নিজাম প্যালেসে সিবিআই দফতর ছাড়েন পার্থ চট্টোপাধ্যায়। বুধবার সন্ধ্যা ৭.১০ মিনিট নাগাদ তাঁকে সিবিআই দফতর থেকে বেরোতে দেখা যায়।সিবিআই সূত্রের খবর, এদিন তিন দফায় জেরা করা হয় পার্থকে। প্রথম দফায় ২ ঘণ্টা জেরার পর ৩০ মিনিট বিরতি দেওয়া হয়।
ফের সাড়ে তিন ঘণ্টা জেরা করা হয় তাঁকে। শেষে ১ ঘণ্টা পার্থবাবুকে জেরা করেন সিবিআইয়ের এসপি রাজীব মিশ্র।সিবিআইেয়র সূত্রে জানা গিয়েছে, এসএসসি-র উপদেষ্টা কমিটি কেন গঠন করা হয়েছিল? কে তার সদস্যদের নির্বাচন করেছিলেন এসব জানতে চাওয়া হয় পার্থর কাছে।
এমনকী তাঁর লিখিত বয়ানও নেওয়া হয়। সেই বয়ান খতিয়ে দেখার জন্য পাঠানো হয়েছে দিল্লিতে সিবিআইয়ের শীর্ষ আধিকারিকদের কাছে।