মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে ইস্টবেঙ্গলের হাত ধরল ইমামি

স্টাফ রিপোর্টার: বিনিয়োগকারী নিয়ে ইস্টবেঙ্গলে মিটল সমস্যা।ইনভেস্টর জট কাটাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের পাশাপাশি বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের দারস্থ হয়েছিল ইস্টবেঙ্গল। এবার মুখ্যমন্ত্রীর দৌত্যে ইমামির সঙ্গে গাঁটছড়া বাঁধল ইস্টবেঙ্গল।
বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে বৈঠকে বসেছিলেন লাল-হলুদ কর্তা দেবব্রত সরকার ও ইমামি গোষ্ঠীর ডিরেক্টর আদিত্য আগরওয়াল। বৈঠকের পরেই মুখ্যমন্ত্রী বলেন, ‘আজ আপনারা সবাই ক্রিকেট নিয়ে ব্যস্ত আছেন।
কিন্তু বাংলার মানুষ শুধু ক্রিকেট নয়, ফুটবলও খুব ভালোবাসে। ইষ্টবেঙ্গল-মোহনবাগান ও মহামেডান সবাই আছে। ইস্টবেঙ্গল ক্লাব ও ইমামি গ্রুপ দু’পক্ষই রাজি হয়েছে। আইএসএল খেলা নিয়ে যে সমস্যা হচ্ছিল সেটার সমাধান হয়ে গেল।
ইমামি এবং ইস্টবেঙ্গল- দু’জনের নামের শুরুতেই ই রয়েছে। তাই আশা করব, এ বার আইএসএলে তারা ডাবল সাফল্য পাবে।’