রাজ্যে ফের বোমা বিস্ফোরন, মৃত ১

স্টাফ রিপোর্টার: রাজ্যে ফের বোমা বিস্ফোরনে প্রাণ গেল এক তরুণের। ঘটনাটি ঘটেছে, উত্তর ২৪ পরগনার রহড়া থানার কাছের একটি মাঠে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,শনিবার সকালে উত্তর ২৪ পরগনার রহড়া থানার পিছন দিকের মাঠে আবর্জনা পরিষ্কার করতে গিয়েছিলেন শেখ সাহিল নামে তরুণের দাদু। স্টিলের একটি কৌটোর মতো সামগ্রী পান তিনি।
ওই কৌটোটি বালতিতে ভরে বাড়িতে নিয়ে আসেন। পরে ওই কৌটোটি তরুণের হাতে চলে আছে। কৌটৌটি বাড়ির সামনে ল্যাম্পপোস্ট ছুঁড়ে মারেন । সেই সময় বিস্ফোরণ ঘটে। প্রায় ছিন্নভিন্ন হয়ে যান শেখ সাহিল।গুরুতর আহত অবস্থায় শেখ সাহিলকে উদ্ধার করে প্রথমে বারাকপুর বি এন বোস মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে সাগর দত্ত হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। তবে চিকিৎসকরা জানান মৃত্যু হয়েছে তাঁর। স্বাভাবিকভাবেই এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে বোমা কীভাবে ওই আবর্জনার স্তূপে এল, তা খতিয়ে দেখছে পুলিশ