মুখ্যমন্ত্রী পদ থেকে হঠাৎ ইস্তফা বিপ্লব দেবের

সংবাদ সংস্থা: বিধানসভা ভোটের কয়েক মাস আগেই ত্রিপুরার মুখ্যমন্ত্রিত্ব ছাড়লেন বিপ্লব দেব।শনিবার দুপুরে এক লাইনের চিঠি লিখে রাজ্যপালের কাছে নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন বিপ্লব ।
তবে ঠিক কী কারণে ইস্তফা, তা এখনও স্পষ্ট নয়। নিজের ইস্তফার কোনও কারণও তিনি উল্লেখ করেননি। এক লাইনের ইস্তফাপত্রে বিপ্লব দেব শুধু আজ থেকেই তাঁর ইস্তফা গ্রাহ্য করতে অনুরোধ করেছেন।