বাসিন্দাদের কাছে ক্ষমাপ্রার্থনা মেট্রো কর্তৃপক্ষের, যাবতীয় সহযোগিতার আশ্বাস

স্টাফ রিপোর্টার: বৌবাজারের বাসিন্দাদের কাছে ক্ষমাপ্রার্থনা করলেন মেট্রো কর্তৃপক্ষ। পাশাপাশি, তাঁদের যাবতীয় সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তাঁরা।শনিবার বৌবাজারের ক্ষতিগ্রস্ত বাড়িগুলির বাসিন্দাদের সঙ্গে দেখা করেন কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (কেএমআরসিএল)-এর উচ্চপদস্থ কর্তারা।
এলাকার বাড়িগুলিতে ফাটলের জেরে বিপাকে পড়া বাসিন্দাদের কাছে ক্ষমাপ্রার্থনা করেন তাঁরা। এক কর্তা বলেন, ‘‘এই অসুবিধার জন্য আমরা দুঃখিত। যতটা সম্ভব সহযোগিতা করা হবে।’’