করোনা-কালে রাজ্যে স্কুল ছুটের সংখ্যা জানতে রিপোর্ট চাইল কেন্দ্র

সংবাদ সংস্থা: করোনা কালে রাজ্যে স্কুল ছুটের ছাত্র-ছাত্রীর সংখ্যা কত, তা জানতে চায় কেন্দ্রীয় সরকার।সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে দেশের সব রাজ্যকেই এ বিষয়ে রিপোর্ট তৈরি করে কেন্দ্রীয় সরকারের কাছে পাঠাতে বলা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলিতে করোনা ভাইরাসের সংক্রমণ শুরুর আগে কত সংখ্যক ছাত্রছাত্রী ছিল, তা জানাতে।
সঙ্গে আরও বলা হয়েছে, সংক্রমণ কেটে যাওয়ার পর বিদ্যালয়গুলি সচল হওয়ার সময় সেই ছাত্রছাত্রীর সংখ্যা কত হয়েছে, তা-ও বিস্তারিত ভাবে জানাতে । কেন্দ্রীয় সরকারের এই নির্দেশ পাওয়ার পর জেলাগুলির কাছেও নির্দেশ পাঠিয়েছে শিক্ষা দফতর।