অমৃতসরের সরকারি হাসপাতালে আগুন, বড়সড় ক্ষয়ক্ষতির আশঙ্কা

সংবাদ সংস্থা: অমৃতসরের হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড।জানা গিয়েছে, শনিবার দুপুরে অমৃতসরের সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক্স-রে বিভাগের কাছে আগুন লাগে। যদি প্রাণহানির কোনও খবর নেই বলে খবর।হাসপাতালের এক কর্মী জানিয়েছেন, ট্রান্সফর্মার ফেটে আগুন ধরেছে। পার্কিং এলাকা থেকে আগুন ছড়িয়েছে।
এর খুব কাছাকাছি কোনও রোগীদের ওয়ার্ড ছিল না। তাই তাঁরা সকলেই নিরাপদে রয়েছেন। তবে আগুনের উৎসের কাছাকাছি রোগীর পরিবারের আত্মীয়রা ছিলেন। তাঁদের সকলকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে । দমকল কর্মীরা প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নেভান। হাসপাতালের তিনটি তলা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে প্রচুর মেডিক্যাল সরঞ্জাম আগুনে পুড়েছে বলে অনুমান হাসপাতালের কর্মীদের।