মমতার নোবেল পাওয়ার যোগ্য, সাহিত্য পুরস্কার নিয়ে খোঁচা দিলীপের

স্টাফ রিপোর্টার : এবার ত্রিবার্ষিক বিশেষ সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে সাহিত্য মহলেরই একাংশে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এবার এ নিয়ে মুখ খুললেন রাজ্য বিজেপি প্রাক্তন সভাপতি তথা সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় নিজের লোকেদের খুশি করতে বিভিন্ন পুরস্কার চালু করেছেন।
আর যে পুরস্কারগুলো ছিল, তার যে আভিজাত্য ছিল, সেগুলো নষ্ট করেছেন। সেখানে চামচা বেলচাদের বসিয়ে দিয়ে নিজের নামে এবং নিজের পার্টির লোকেদের নামে সব পুরস্কার করে নিচ্ছেন। এই ছোট পুরস্কার দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন অপমানিত করা হল ? তাঁর তো নোবেল পাওয়ার মতো যোগ্যতা, ক্ষমতা, প্রতিভা আছে। বাংলায় এর আগে এ রকম প্রতিভা জন্মায়নি৷”