বাসন্তীতে উদ্ধার প্রচুর বেআইনি আগ্নেয়াস্ত্র, গুলি ও বোমা, ধৃত ১

প্রদীপকুমার সিংহ, বারুইপুর: গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার পুলিশ বাসন্তী থানা এলাকা থেকে প্রচুর অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জেরা করেই ওইসব অস্ত্রশস্ত্র উদ্ধার হয়।বারুইপুর পুলিশ জেলার সুপার পুষ্পা শুক্রবার তাঁর অফিসে সাংবাদিক বৈঠক করে বলেন, বৃহস্পতিবার মধ্যরাতে গোপন সূত্রে পুলিশ খবর পায়, বাসন্তী থানার ভরতগড় গ্রাম পঞ্চায়েতের 8 নম্বর গরান বস অঞ্চলে বেআইনি অস্ত্রশস্ত্র নিয়ে জড়ো হয়েছে বেশ কয়েকজন দুষ্কৃতী।
পুলিশ সেখানে হানা দিলে বেশ কয়েকজন দুষ্কৃতী পালাতে সমর্থ হলেও একজনকে হাতেনাতে ধরে ফেলে। ধৃত ব্যক্তির নাম শামিম শেখ। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ওই রাতেই উদ্ধার করে মোট আটটি বেআইনি আগ্নেয়াস্ত্র। যার মধ্যে রয়েছে চারটি লং বোরেলের বন্দুক এবং চারটি ছোট বন্দুক। এ ছাড়াও উদ্ধার হয়েছে ২৯টি তাজা কার্তুজ।
একটি ব্যাগের ভিতরে ছিল ১২টি তাজা বোমা। সেটিও উদ্ধার করে পুলিশ। বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বম্ব ডিসপোজাল স্কোয়াডকে খবর দেওয়া হয়।