বড়বাজারের রাস্তায় ধস, ভাঙল জলের পাইপলাইন

স্টাফ রিপোর্টার : বউবাজারে বাড়িতে ফাটল ঘিরে আতঙ্কের মধ্যে এবার বড়বাজারে ধস নামল রাস্তায়।স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকালে রাস্তায় ধস দেখেই আতঙ্ক দেখা যায় এলাকায়। দ্রুত খবর দেওয়া হয় পুর কর্তৃপক্ষকে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছন পুরসভার ইঞ্জিনিয়ার ও বড়বাজার থানার পুলিশ।
দ্রুত শুরু হয়েছে কাজ। খবর পাওয়ার পরেই দ্রুত এলাকায় পাঠানো হয় জেসিবি। ধসের জায়গাটি জেসিবি দিয়ে ভেঙে দেখা যায়, সেখানে রাস্তার নীচে থাকা জলের পাইপলাইন ভেঙেছে। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই এলাকায় পৌঁছন ৪২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মহেশ শর্মা।
তিনি বলেন, ‘এখানে রাস্তা কাজ ঠিকমতো হয়নি। পিচের পর পিচ হয়েছে। জলের পাইপ লাইন ফেটে গিয়েছে। মেয়রকে জানানো হয়েছে। যত দ্রুত সম্ভব ঠিক করা হবে।’