আত্মহত্যার চেষ্টা মামলায় দোষী সাব্যস্ত কুণাল, মকুব শাস্তি

স্টাফ রিপোর্টার : আত্মহত্যার চেষ্টা মামলায় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষকে দোষী সাব্যস্ত করল আদালত। তবে দোষী সাব্যস্ত হলেও শাস্তি হচ্ছে না কুণাল ঘোষের। শুক্রবার রাজ্য সরকারের বিরুদ্ধে কুণালের মামলাটির শুনানি ছিল এমপি-এমলএ আদালতে। সেখানেই বিচারপতি মনোজ্যোতি ভট্টাচার্য কুণালকে আত্মহত্যার চেষ্টার অপরাধে দোষী সাব্যস্ত করেন।
কুণালের বিরুদ্ধে মামলাটি ছিল ৩০৯ ধারায়। এই মামলায় দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ ২ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা আর্থিক জরিমানা হতে পারে। তবে শুক্রবার বিচারপতি জানিয়ে দেন, দোষী সাব্যস্ত হলেও কুণালের সামাজিক সম্মানের কথা ভেবে তাঁকে শাস্তি দেওয়া হচ্ছে না।