৪ বছরের স্নাতক স্তরেও রিসার্চ ইন্টার্নশিপ, খসড়া প্রকাশ ইউজিসির

সংবাদ সংস্থা : স্নাতক স্তরে ‘রিসার্চ ইন্টার্নশিপ’ সংক্রান্ত খসড়া নির্দেশিকা জারি করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। চার বছরের স্নাতক কোর্সে পড়ুয়াদের ইন্টার্নশিপ করতে হবে। যাঁরা মাঝপথেই স্নাতকের কোর্স ছেড়ে ডিপ্লোমা করে বেরিয়ে যেতে চান, তাঁদের দ্বিতীয় ও চতুর্থ সেমেস্টারের শেষে বাধ্যতামূলকভাবে করতে হবে ইন্টার্নশিপ।
কমিশনের খসড়া নির্দেশিকা অনুযায়ী, দু’ধরনের ‘রিসার্চ ইন্টার্নশিপ’-এর সুযোগ পাবেন পড়ুয়ারা। প্রথমত, একজন পড়ুয়ার কর্মসংস্থান বৃদ্ধির জন্য ইন্টার্নশিপ। দ্বিতীয়ত, একজন পড়ুয়ার গবেষণা যোগ্যতা গড়ে তোলার জন্য ইন্টার্নশিপ।