বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে গৃহবধূ আত্মঘাতী বারুইপুরে

প্রদীপকুমার সিংহ, বারুইপুর: বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে মঙ্গলবার এক গৃহবধূ আত্মহত্যা করলেন বারুইপুর থানার মলয় চন্দ্রীপুর এলাকায়। মৃত গৃহবধূর নাম জয়শ্রী সাঁফুই(২২)।
পরিবার সূত্রে খবর, জয়শ্রী এলাকায় একটি ছেলের সঙ্গে প্রণয়ঘটিত সম্পর্কে জড়িয়ে গিয়েছিলেন। পরে ওই গৃহবধূর স্বামী তা জানতে পারেন। লজ্জায় ওই গৃহবধূ বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন।
জানাজানি হলে সঙ্গে সঙ্গে এলাকার মানুষ ও গৃহবধূর স্বামী তাঁকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসক ওই গৃহবধূকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ গৃহবধূর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এ ব্যাপারে তদন্তও শুরু করেছে।