একই পরিবারের ৩ জনের মৃত্যুর সঠিক তদন্ত চেয়ে মামলা

স্টাফ রিপোর্টার : একই পরিবারের 3 জনের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে।নদিয়ার পলাশীপাড়ায় এই ঘটনা কী ভাবে এই ঘটনা ঘটল, এর সঠিক তদন্তের আবেদন জানিয়ে মামলা দায়ের করেন বিজেপির আইনজীবী সুস্মিতা সাহা দত্ত।পাশপাশি হাইকোর্টের নজরদারিতে তদন্তের আবেদনও জানানো হয়েছে আদালতে। মামলাকারী আইনজীবী সুস্মিতা সাহা দত্ত বলেন, “পুলিশ এখনও পর্যন্ত যথাযথ তদন্ত করছে না।
ঘটনাস্থলকে চিহ্নিত করে সিল করা হয়নি। সাক্ষীর জবানবন্দি দেরিতে নেওয়া হয়েছে।আমরা সেখানে গিয়ে দেখেছি, পাড়ার লোকজন অত্যন্ত ভয়ে ভয়ে আছে। সেই কারণেই আদালতের কাছে সিবিআই অথবা হাইকোর্টের তত্ত্বাবধানে তদন্তের আর্জি জানিয়েছি।” উল্লেখ্য, গত 2 মে মধ্যরাতে পলাশীপাড়ার দমন রাজওয়ার (55), তাঁর স্ত্রী সুমিত্রা (51) এবং কন্যা মালাকে রক্তাক্ত অবস্থায় খুঁজে পেয়েছিল প্রতিবেশীরা৷