‘উইনার্স’-বাহিনীর জন্য আরও ৬৫০ স্কুটি, সিদ্ধান্ত নবান্নর

স্টাফ রিপোর্টার : নারী-নির্যাতনের ঘটনা রুখতে ইতিমধ্যে মহিলা বাহিনী ‘উইনার্স’-কে রাস্তায় নামিয়েছে রাজ্য পুলিশ। এ বার সেই বাহিনীর জন্য আরও ৬৫০টি নতুন স্কুটি কেনার সিদ্ধান্ত নিল নবান্ন। খুব শীঘ্রই ওই নতুন বাহন পুলিশের প্রমীলা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে বলে সূত্রের খবর ।নবান্ন সূত্রের খবর, সব জেলা মিলিয়ে প্রায় ৬০০ স্কুটি দেওয়া হয়েছে ওই উইনার্স বাহিনীকে।
প্রতিটি দলে ১০ থেকে ২০ জন সদস্যা আছেন। সেই সদস্যা-সংখ্যা বাড়ানোর জন্যই নতুন স্কুটি এবং বাইক কেনা হচ্ছে বলে পুলিশি সূত্রের খবর। চলতি মাসের মধ্যেই ওই অতিরিক্ত স্কুটি চলে আসবে রাজ্য পুলিশের হাতে।