‘বিভাজনের চেষ্টা করছেন রাজ্যপাল’, বাবুলের শপথগ্রহণের মঞ্চ থেকে অভিযোগ উপাধ্যক্ষের

স্টাফ রিপোর্টার : বুধবার বালিগঞ্জ কেন্দ্রের বিধায়ক হিসেবে শপথ নিলেন বাবুল সুপ্রিয়।এ দিন রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় তাঁকে শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানের পর তিনি রাজ্যপালকে নিশানা করে বাবু বলেন, ‘ব্যক্তিগত আক্রমণের বিরুদ্ধে বড় জয় হল। জেতার পর থেকেই নিজের মতো করে কাজ শুরু করেছি, কিন্তু অফিসিয়ালি কিছু করতে পারছিলাম না। এবার সেটা পারব।
‘ নাম না করলেও রাজভবনের কথা উল্লেখ করেই রাজ্যপাল জগদীপ ধনকড়কে আক্রমণ শানালেন বিধানসভার ডেপুটি স্পিকার৷ ক্ষোভপ্রকাশ করে তিনি বলেন, ‘যেভাবে রাজভবন থেকে বিভাজন তৈরি করার চেষ্টা হচ্ছে৷ তা কোনওভাবেই মেনে নিতে পারছেন না আশিসবাবু৷ তবে, যেহেতু বাবুল সুপ্রিয়র শপথগ্রহণ সম্পন্ন না হলে বিধায়ক হিসেবে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারছিলেন না৷ সেই কারণেই অধ্যক্ষের অনুরোধে নিজের দায়িত্ব পালন করলেন তিনি৷’