দুর্বল হয়ে আগামীকাল গভীর নিম্নচাপে অশনি, উত্তরে ভারী বৃষ্টির সর্তকতা

স্টাফ রিপোর্টার : ক্রমশ দুর্বল হয়ে আগামীকালগভীর নিম্নচাপে পরিণত হবে ঘূর্ণিঝড় অশনি।তারপর সেটি বঙ্গোপসাগরের উপর দিয়েই উত্তর এবং উত্তর-পূর্ব দিকে এগোবে। হাওয়া অফিস জানিয়েছে, এর প্রভাবে রাজ্যের দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম দিক থেকে জোরালো বাতাস ঢুকতে শুরু করেছে। যার ফলেই ঝোড়ো হাওয়া বইবে, শুক্র এবং শনিবার বৃষ্টি হবে বাংলায়।বুধবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ‘অশনি’র সরাসরি কোনও প্রভাব বাংলায় না পড়লেও শনিবার পর্যন্ত বৃষ্টি হবে।
এর মধ্যে উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাসের পাশাপাশি আজ দিনভর দক্ষিণবঙ্গের সবক’টি জেলায় ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আলিপুর।আপাতত উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শুক্র এবং শনিবার ভারী বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরেও। এ ছাড়া দক্ষিণ বঙ্গের বাকি জেলা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহবিদরা।