ইউএস ওপেনের পরেই টেনিসকে বিদায় সানিয়ার

সংবাদ সংস্থা : সম্ভবত ইউএস ওপেনের পরেই টেনিসকে বিদায় জানাচ্ছেন সানিয়া মির্জা। এখনও পর্যন্ত সেরকমই পরিকল্পনা করে রেখেছেন তিনি।সানিয়া আগেই জানিয়েছিলেন, এই বছরই তাঁর টেনিস জীবনের শেষ। এই বছরই অবসর নেবেন তিনি। কিন্তু ঠিক কবে অবসর নেবেন জানাননি।
মঙ্গলবার সানিয়া জানালেন, বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেন খেলেই অবসরের পরিকল্পনা করেছেন তিনি। তবে নতুন করে চোট পেলে তার আগেই সরে দাঁড়াবেন।আপাতত ফ্রেঞ্চ ওপেনের প্রস্তুতি সারতে রোমে রয়েছেন ছ’টি গ্র্যান্ড স্লামের মালকিন।