আপাতত স্থগিত রাষ্ট্রদ্রোহ আইন

সংবাদ সংস্থা : ব্রিটিশ আমলের রাষ্ট্রদ্রোহিতা আইন স্থগিত রাখার নির্দেশ দিল শীর্ষ আদালত৷ পুনর্বিবেচনা না হওয়া পর্যন্ত রাষ্ট্রদ্রোহ আইন স্থগিত রাখা হবে কিনা, মঙ্গলবার কেন্দ্রের কাছে তা জানতে চেয়েছিল আদালত। বুধবার সুপ্রিম কোর্টে কেন্দ্র জানায়, রাষ্ট্রদ্রোহ আইন পুনর্বিবেচনার প্রক্রিয়া চলছে। যতদিন না তা শেষ হয়, ততদিন পর্যন্ত রাষ্ট্রদ্রোহ আইনে কোনও মামলা রুজু হবে কিনা, তা নিয়ে সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্ট এলাকার ঊর্ধ্বতন পুলিশ আধিকারিক।
এরপরই রাষ্ট্রদ্রোহ আইন আপাতত স্থগিত রাখার নির্দেশ দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সুপ্রিম কোর্ট জানান, ইতিমধ্যে রাষ্ট্রদ্রোহ আইনে যে সমস্ত মামলা রুজু হয়েছে, তার প্রেক্ষিতে কাউকে গ্রেফতার করতে পারবে না কেন্দ্র অথবা রাজ্য সরকার। এছাড়া, রাষ্ট্রদ্রোহ আইনে যাঁরা জেলে বন্দি রয়েছেন, তাঁরাও জামিনের জন্য আবেদন করতে পারবেন।